২০২৩ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার হয়েছেন ‘সকালসন্ধ্যা ডটকম’-এর ডেপুটি স্পোর্টস এডিটর রাহেনুর ইসলাম। আজ শুক্রবার ১৩ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ‘ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড’ এর আয়োজন করেন। সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারজয়ী সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এই অনুষ্ঠানে রাহেনুরের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ৫০ হাজার টাকার চেক জিতে নেন রাহেনুর ইসলাম। এই বিভাগে রানার-আপ হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার সাদমান সাকিব ও ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘আজকের অনুষ্ঠানে আমার একটা জিনিস ভালো লেগেছে, আরেকটা লাগেনি। আগে ভালো লাগারটি বলি। অনেকে বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অভাব আছে বলে থাকেন। তবে আজকের অনুষ্ঠান প্রমাণ করে যে, আমাদের এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই এক। আর যে জিনিসটি ভালো লাগেনি, সেটি হলো- আমি আশা করেছিলাম, একজন মহিলা ক্রীড়া সাংবাদিক এখানে অন্তত মনোনীত হবেন, সেটা হয়নি। আমি আশা করব, আগামী অনুষ্ঠানে এই ঘাটতিটা হয়তো পূরণ হবে।’
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান হিসেবে বিএসপিএ’র কাছ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে, তারা আমাদেরকে বেছে নিয়েছেন পার্টনার হিসেবে গত ৯ বছর ধরে এই সুনামধন্য গর্বিত অনুষ্ঠানটির স্পন্সরশিপ করার জন্য। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতাবদ্ধ। আমি বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত পারি, তা চালিয়ে যাব।’
ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা নবমবারের মতো ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান আয়োজন করেছে। আগের বছরের ধারাবাহিকতায় এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে।
২০২৩ সালে এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন ‘সকালসন্ধ্যা ডটকম’-এর ডেপুটি স্পোর্টস এডিটর রাহেনুর ইসলাম। এই বিভাগে রানার-আপ হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরফাত জোবায়ের ও ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার শিশির হক।
২০২৩ সালের সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ফ্রিল্যান্সার তরুণ সরকার। এই বিভাগে রানার-আপ হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের ও একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মেহেদি নাঈম।
বরাবরের মতো এবারও সাক্ষাৎকার ও ফিচার বিভাগে প্রিন্ট-অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় দেয়া হয়েছে আলাদা পুরস্কার।
সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ। এই বিভাগে রানার-আপ হয়েছেন দৈনিক দেশরূপান্তরের সিনিয়র রিপোর্টার সুদীপ্ত আহমদ আনন্দ ও ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি আতিফ আজম।
ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকার বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার মাহফুজ আলম। এই বিভাগে রানার-আপ হয়েছেন মাছরাঙা টিভির সিনিয়র রিপোর্টার সাকির রুবেন ও চ্যানেল টোয়েন্টিফোরের মো. ইকরাম হোসাইন।
ফিচার/ডকুমেন্টরি বিভাগে প্রিন্ট ও অনলাইন রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল। এই বিভাগে রানার-আপ হয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম ও সকাল সন্ধ্যা ডটকমের রাহেনুর ইসলাম।
ফিচার/ডকুমেন্টরিতে ইলেকট্রনিক মিডিয়া বিভাগে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের স্টাফ রিপোর্টার রিফাত এমিল। রানার-আপ হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সাদমান সাকিব ও আরিফুল ইসলাম।
স্পোর্টস ফটোগ্রাফি ২০২২ ক্যাটাগরিতে সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন প্রথম আলোর বিশেষ ফটোসাংবাদিক শামসুল হক টেংকু। রানার-আপ হয়েছেন ডেইলি সানের তানভীন তামীম ও দৈনিক ডেইলি স্টারের ফিরোজ আহমেদ ।
এই অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে তিন জন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক জনাব পরাগ আরমান, জাহিদ রহমান ও চিন্ময় সাহাকে সম্মাননা দেওয়া হয়েছে।