৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ শুরু বুধবার

৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ শুরু বুধবার। বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্বাবধায়নে এবং কুর্মিটোলা গলফ ক্লাব এর আয়োজনে ওয়েস্টার্ন গ্রুপ ৩৮তম এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ। মঙ্গলবার ঢাকার সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

চার দিনের এই টুর্নামেন্ট চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। অবশ্য বাংলাদেশে এ্যামেচার গলফ প্রথম শুরু হয় ১৯৮২ সালে। আন্তর্জাতিক এই টুর্ণামেন্টে বাংলাদেশ ছাড়াও এবার অস্ট্রেলিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা,পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা কোরিয়া, ও জাপানে এ্যামেচার গলফারগণ অংশ নেবেন। যেখানে ২২ বিদেশী গলফারসহ মোট ১১৫ জন গলফার অংশ নেবেন। যার মধ্যে ১০২জন পরুষ ও ১৩জন নারী রয়েছে।

আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতার সমাপনী দিনে জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে ও প্রেসিডেন্ট বাংলাদেশ গলফ ফেডারেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিররণ করবেন। এর আগে মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধণ করা হয়।

যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লে: জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এছাড়া সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনালের মো: তৌহিদুর হোসেন। টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুল রেজা খা (অব:),জয়েন্ট সেক্রেটারী কর্ণেল মো: শহিদুল হক (অব:)। এছাড়া ওয়েস্টার্ন গ্রুপের কর্মকতারা এসময় উপস্থিত ছিলেন।

Exit mobile version