৭ নভেম্বর শুরু ইসলামিক সলিডারিটি গেমস

ইসলামিক সলিডারিট গেমস

৭ নভেম্বর শুরু ইসলামিক সলিডারিটি গেমস

৭ নভেম্বর শুরু ইসলামিক সলিডারিটি গেমস

আর মাত্র কয়েক দিন। তারপর সৌদি আরবের রিয়াদে শুরু হবে ইসলামিক সলিডারিটি গেমস। ৭ নভেম্বর থেকে শুরু হয়ে গেমস চলবে ২১ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয়বারের মতো সৌদি আরব গেমস আয়োজন করতে যাচ্ছে।

তুরস্কের কোনিয়ায় ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে কারাতে ম্যাচের একটি দৃশ্য

গেমসের ষষ্ঠ আসর এটি। এবারের আসরে ১৯টি ইভেন্টে প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। ৫৭টি দেশের প্রতিযোগীরা এবারের আসরে অংশ নিচ্ছে। প্রতি চার বছর অন্তর গেমসটি আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে ৩৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। সবচেয়ে বেশি প্রতিযোগী আসছে তুরস্ক থেকে। সবচেয়ে বেশি পদক জয়ের লক্ষ্য নিয়ে দেশটি থেকে ২১৬ জন প্রতিযোগী অংশ নেবে। সংখ্যা দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক সৌদি আরবের প্রতিযোগীর সংখ্যা ২১৩।

গেমসের প্রথম আয়োজন ছিল ২০০৫ সালে। সৌদি আরবের মক্কায় প্রথম আসরের পর দ্বিতীয় আসরের মাঝের বিরতিটা একটু বেশি ছিল, পাঁচ বছর। পরের আসরে এটি সমম্বয় করা হয়। ২০১০ সালে দ্বিতীয় আসরের পর ২০১৩ সালে দ্বিতীয় আসর বসে। এরপর থেকে প্রতি চার বছর অন্তর গেমসের আয়োজন হচ্ছে। এবারের গেমসের মূল আয়োজক ছিল ক্যামেরুন। ২০২১ সালে এ ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন (আইএসএসএ) গত বছরের মে মাসে আয়োজক হিসেবে রিয়াদের নাম ঘোষণা করে।

প্রতিযোগিতায় সব চেয়ে সফল দেশ তুরস্ক। সাফল্যের বিচারে এ দেশটির ধারেকাছে নেই কোনো দেশ। এ পর্যন্ত দেশটি ৬৪৫টি পদক জয় করেছে, যার মধ্যে স্বর্ণ ২৩৯। দ্বিতীয় স্থানে থাকা ইরানের মোট পদক ৩২০, স্বর্ণ ১১৮।

এ পর্যন্ত ৫২টি দেশ পদক তালিকায় নাম লিখিয়েছে। সবচেয়ে কম পদক মালদ্বীপের। একটি মাত্র ব্রোজ পেয়েছে দেশটি। বাংলাদেশের পদক সংখ্যা ৮, একটি স্বর্ণ পদকও রয়েছে বাংলাদেশের।

১৯৮১ সালে তৃতীয় ইসলামিক সম্মেলনের সময়ে প্রিন্স ফয়সাল বিন ফাহাদ বিন আব্দুল আজিজ ইসলামি সলিডারিটি গেমসের প্রস্তাব করেন। দীর্ঘ আলোচনার পর ২০০৫ সালে গেমস শুরু হয়। সে সময় ৫৪ দেশের সাত হাজার প্রতিযোগী ১৩টি ভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Exit mobile version