দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা। পদক জিতেছেন বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেই সুবাদে হয়ে ওঠেন আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন। তাঁকে দিয়েই মূলত লাল সবুজের বাংলাদেশকে চিনেছে বিশ্ব আর্চারি। হঠাৎ করেই ফেডারেশনকে চিঠি দিয়ে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।
মাত্র ২৮ বছর বয়সেই কেন অবসরের সিদ্ধান্ত নিলেন সানা তা নিয়ে কোনো জবাব দিতে পারেননি ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। তাঁর মতে সানার অবসরে যাওয়ার কারণটা ‘ব্যক্তিগত’। তবে সানা নিজেই জানালেন নানা চাপেই তাঁর এই সিদ্ধান্ত।
২০১৯ বিশ্ব আর্চারিতে সাফল্য পেয়ে রাতারাতি তারকায় পরিণত হন রোমান। এরপর ২০২২ সালে এক সতীর্থ নারী আর্চারের সাথে বাজে আচরণের কারণে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগেই অবশ্য সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
গত বছরের সেপ্টেম্বরে হাংজু এশিয়ান গেমসে রিকার্ভের দলীয় ইভেন্টে পদকের লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিলেও পদক জিততে পারেননি সানা। ব্যক্তিগত পারফরম্যান্সেও দেখিয়েছেন গড়পরতা।
এরই ধারাবাহিকতায় সবশেষ ইরাকগামী দলে জায়গা পাননি রোমান। বাদ পড়েই নেন অবসরের সিদ্ধান্ত। হতাশা আর অভিমান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সানা জানান, ‘আর ভালো লাগছে না খেলতে। জানি বাংলাদেশকে এখনও অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে। কিন্তু ইনজুরি আছে। তাছাড়া আর মানসিক চাপও নিতে পারছি না।’
বৈশ্বিক আর্চারিতে বাংলাদেশের হয়ে একমাত্র পদক পাওয়া রোমান আরো বলেন, ‘আমি নিজেও জানি আরও ১০ বছর খেলতে পারব। কিন্তু কিসের আশায় খেলব? ১৪ বছর জাতীয় দলে খেলে কী পেয়েছি? বাংলাদেশের ইতিহাসে আরচারিতে সর্বোচ্চ সাফল্য এনে দিলাম। কিন্তু কোথা থেকেও কিছু পেলাম না। এটা খুব দুঃখজনক।’