অলিম্পিকে পদকে শীর্ষে জাপান, দ্বিতীয়-তৃতীয় চীন-অস্ট্রেলিয়া

জমে উটেছে প্যারিস অলিম্পিকে পদকের লড়াই। অলিম্পিক পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ান দেশ জাপান। বুধবার সকাল ১১টা পর্যন্ত ৭ সোনা, ২ রুপা, ৪ ব্রোঞ্জসহ মোট ১৩ পদক নিয়ে সবার ওপরে জাপান।

সবশেষ গতকালও আরেকটি সোনা জিতে শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার দেশটি। তবে পদকের লড়াইয়ে খুব একটা পিছিয়ে নেই চীন এবং অস্ট্রেলিয়া।

চীন ও অস্ট্রেলিয়া পেয়েছে ৬টি করে সোনা। চীনের ঝুলিতে অবশ্য আছে ৬ রৌপ্য। অস্ট্রেলিয়ার ৪টি। যুক্তরাষ্ট্র অবশ্য পদকের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে। ৪ সোনার সঙ্গে আছে ১১ রুপা এবং ১১ ব্রোঞ্জ। সবচেয়ে বেশি ২৬ পদক তাদের।

এবারের অলিম্পিকে এখন পর্যন্ত ২১ দেশ পেয়েছে অন্তত একটি সোনা। সবমিলিয়ে ৪৩টি দেশ অন্তত একটি পদক নিশ্চিত করেছে।

এক নজরে দেখে নিন পদক তালিকাঃ
দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
জাপান ৭ ২ ৪ ১৩
চীন ৬ ৬ ২ ১৪
অস্ট্রেলিয়া ৬ ৪ ১ ১১
ফ্রান্স ৫ ৯ ৪ ১৮
দ. কোরিয়া ৫ ৩ ৩ ১১
যুক্তরাষ্ট্র ৪ ১১ ১১ ২৬
গ্রেট ব্রিটেন ৪ ৫ ৩ ১২
ইতালি ৩ ৪ ৪ ১১
কানাডা ২ ২ ২ ৬
হংকং ২ ০ ১ ৩

Exit mobile version