অলিম্পিক ভিলেজের খাবারে ‘পোকা’

অলিম্পিকের খাবারের মান নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি। প্যারিস অলিম্পিক ভিলেজে যে খাবার দেয়া হয়, সেখানে পোকা পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। সেইসাথে খাবারের গুণগত মানও অসন্তোষজনক বলে জানা যায়। এতে করে অ্যাথলেটদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে মনে করেন পিটি।

সংবাদমাধ্যম ‘দ্য আই’কে পিটি জানান, ‘অলিম্পিকের ক্যাটারিং মানসম্মত নয়। আমাদের সেরাটা দেওয়ার জন্য যথাযথ খাবার দরকার। টোকিও এবং রিওতে খাবারের মান অসাধারণ ছিল, কিন্তু এবার তা নেই। প্রোটিনসমৃদ্ধ খাবারের অভাব এবং দীর্ঘ লাইনে অপেক্ষার কারণে আমাদের ৩০ মিনিটও লেগে যাচ্ছে।’

প্যারিস অলিম্পিকের মুখপাত্র ‘আই’কে বলেন, ‘আমরা অ্যাথলেটদের প্রতিক্রিয়া গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং “সোদেক্সো লাইভ” রেস্টুরেন্টে অতিরিক্ত কর্মী নিয়োগ করে খাবারের মান উন্নত করার চেষ্টা করছে।’

‘সোদেক্সো লাইভ’কে ২০২২ সালে প্যারিস অলিম্পিকের অফিশিয়াল ক্যাটারিং সার্ভিস হিসেবে বাছাই করা হয়। প্রতিদিন প্রায় ১৫ হাজার অ্যাথলেটের জন্য ৪০ হাজার খাবার তৈরি করে প্রতিষ্ঠানটি।

Exit mobile version