আফগানিস্তানে দাবা নিষিদ্ধ

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলেছে। নারীদের জন্য জনপ্রিয় খেলা ক্রিকেট ও ফুটবল নিষিদ্ধ করে। দেশটিতে এবার দাবা খেলা নিষিদ্ধ করেছে।

মূলত জুয়ার মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় দাবা খেলায় নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। যে কোনো ধরণের জুয়া সরকারের নৈতিকতা আইনের পরিপন্থী বলেও জানিয়েছেন দেশটির ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি।

তিনি বলেছেন, শরিয়াহ আইনে দাবা খেলাকে জুয়ার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। দাবা নিষিদ্ধের ব্যাপারে ধর্মীয় বিষয় বিবেচনা করা হয়েছে। এর সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।

আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হওয়ার আগে আফগানিস্তানে কোনো দাবা প্রতিযোগিতা হচ্ছে না। গত দুই বছর কোনো প্রতিযোগিতা হয়নি। এ ব্যাপারে মাশওয়ানি বলেন, নেতৃত্বর জায়গায় কিছু সমস্যা থাকায় জাতীয় দাবা ফেডারেশন গত দুই বছর কোনো প্রতিযেগিতার আয়োজন করেনি।

Exit mobile version