আরও ৭ ক্রীড়া ফেডারেশনে নতুন কমিটি

প্রথম দফায় ৯ ফেডারেশনে অ্যাডহক কমিটি দেয়ার পর প্রায় আড়াই মাস পর দ্বিতীয় দফায় আর সাত ফেডারেশনে নতুন কমিটি দিলো জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ মঙ্গলবার এনএসসি সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলন, শরীরগঠন ও ফেন্সিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়

গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে সংস্কারে গঠন করা হয় ‘সার্চ কমিটি’। আগস্টের শেষ সপ্তাহে গঠিত সার্চ কমিটির সুপারিশে গত ১৫ নভেম্বর ৯ ফেডারেশনের বিদ্যমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি ঘোষণা করেছিল। দুই মাস ১৩ দিন পর দেয়া হলো আরও সাত ফেডারেশনের অ্যাডহক কমিটি।

সাঁতার ফেডারেশনের সভাপতি বাংলাদেশ নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

টেবিল টেনিসের সভাপতি ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এমএইচ জামান ও সাধারণ সম্পাদক প্রাক্তন খেলোয়াড় ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ।

ভলিবল ফেডারেশনের সভাপতি ব্যবসায়ী ফারুক হাসান ও সাধারণ সম্পাদক জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক বিমল ঘোষ বুলু।

কারাতে ফেডারেশনের সভাপতি ব্যবসায়ী শাহজাদা আলম ও সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন।

ভারোত্তোলনের সভাপতি প্রাক্তন খেলোয়াড় ও অভিজ্ঞ সংগঠক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব) ও সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম চৌধুরী।

শরীরগঠন ফেডারেশনের সভাপতি অতিরিক্ত আইজিপি মো: মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক প্রাক্তন খেলোয়াড় ডাক্তার এম কামরুজ্জামান।

ফেন্সিং ফেডারেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী বসুনিয়া এম আশিকুল ইসলাম।

গত বছরের ১৫ নভেম্বর নয়টি ফেডারেশন যথাক্রমে-ব্রিজ, টেনিস, স্কোয়াশ, কাবাডি, অ্যাথলেটিকস, বিলিয়ার্ড-স্নুকার, বাস্কেটবল, দাবা ও হকিতে অ্যাডহক কমিটি ঘোষণা করেছিলো এনএসসি।

Exit mobile version