এশিয়ান আরচ্যারী
এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্টে সর্বোচ্চ সাফল্য পেয়েছে বাংলাদেশ। স্বর্ণ জয়ের প্রত্যশা নিয়ে ফাইনাল শুরু করলেও ভারতের কাছে হেরে গেছেন বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচের কারণে আজ থেকে বনানী আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে।
কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। সেখানে ১৫৩-১৫১ স্কোরে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে রুপা পেয়েছে স্বাগতিকেরা । বাংলাদেশের হয়ে খেলেন বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি। ভারতের হয়ে লড়েছেন দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটি।
প্রথম পদক
এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে রুপা হলো দু’টি। ২০২১ সালে রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বাংলাদেশকে প্রথম রুপা পেয়েছিল বাংলাদেশ।
এশিয়ান আর্চারির সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে বাংলাদেশের পদক হলো ৪টি। ২০২১ সালে জেতা তিন পদকের মধ্যে ছিল রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগের ব্রোঞ্জ।
পদক জিতে বন্যা আক্তার বলেন,’
আলহামদুলিল্লাহ। এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপসের কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে…আসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্যে আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।
হিমু বাছাড় বলেন,
এই প্রথম আমি এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপসে খেললাম। আমি আসলে ওইরকম নার্ভাস ছিলাম না। আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আরচ্যারীতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথচলায় আত্মবিশ্বাস যোগাবে।
আজ কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ১৫৬-১৫৫ স্কোরে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।
কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে চমক দেখিয়েছে কাজাখস্তান। স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে তারা জমজমাট লড়াইয়ের পর ভারতকে হারিয়ে দিয়েছে ২৩০-২২৯ স্কোরে (৫৭-৫৬, ৫৬-৫৮, ৫৮-৫৮, ৫৯-৫৭)। কাজাখস্তানের হয়ে ফাইনালে খেলেন মির্জামেতোভ বুনিয়ুদ, মুসা দিলমুখামেত ও তাইতাইয়ুন আন্দ্রে। (MIRZAMETOV Bunyod, MUSSA Dilmukhamet, TYUTYUN Andrey) এই ইভেন্টে থাইল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। ২৩৫-২৩৫ সমতার পর টাইব্রেকারে তিন তীর ছোঁড়ার লড়াইয়ে ৩০-২৯ স্কোরে জিতে কোরিয়া।
কম্পাউন্ড নারী দলগত বিভাগের স্বর্ণ জিতেছে ভারত। ফাইনালে ২৩৬-২৩৪ স্কোরে (৫৯-৫৯, ৫৯-৫৮-৫৯-৫৯, ৫৮-৫৯) স্কোরে জিতেছে তারা। ভারতের হয়ে খেলেন দ্বীপশিক্ষা, প্রাদীপ প্রিথিকা ও ভেন্নাম জ্যোতি (DEEPSHIKHA, PRADEEP Prithika, VENNAM Jyothi Surekha)। এই ইভেন্টের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ২২৭-২২৪ স্কোরে হারিয়েছিল ইরান।
