ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপে ১৪টি পদক জিতেছে বাংলাদেশ। ৯ থেকে ১২ ফেব্রুয়ারি নয়াদিল্লির তালকাটোরো ইনডার স্টেডিয়ামে বাংলাদেশ দল ছয় রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ জয় করে। দলের ১৩ খেলোয়াড়ের মধ্যে ১০জনই পদক নিশ্চিত করেছেন।
চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ৯ ফেব্রুয়ারি দিল্লিতে পৌঁছায় ২২ সদস্যের বাংলাদেশ দল। দেরিতে ভিসা পাওয়ার কারণে বিমান বন্দর থেকে সরাসরি ভেন্যুতে গিয়ে লড়াইয়ে নামতে হয় বাংলাদেশ দলকে।
সাভাতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও হেড অফ ডেলিগেট শিফু দিলদার হাসান দিলু জানিয়েছেন আগামীকালই দেশে ফিরবে বাংলাদেশ দল।
২২সদস্যের বাংলাদেশ দলে ১৩ জন খেলোয়াড় ছাড়াও ছিলেন ছয়জন অভিভাবক, একজন করে কোচ, বিচারক ও হেড অফ ডেলিগেট। হেড অফ ডেলিগেট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবেও দায়ীত্ব পালন করেছেন।
