ক্রীড়া মন্ত্রী হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রী পেলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেই বেছে নেয়া হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি হিসেবে।

এর আগে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত থাকার সময় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়ীত্ব পালন করেছেন অধ্যাপক ইউসুফ আলী।

সবমিলিয়ে এই প্রথম একজন মন্ত্রী পেলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি সরাসরি ক্রীড়াঙ্গনের সাথে কাউকেই এই পদের জন্য বেছে নেয়া হলো।

এই নিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করলো বাংলাদেশ আওয়ামী লীগ। আহাদ আলী সরকার, বীরেন শিকদার ও জাহিদ আহসান রাসেল পর পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়ীত্ব পালন করেছেন।

Exit mobile version