গ্র্যান্ডমাস্টার জিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ৭ম শ্রেণীর এক ছাত্র

ঢাকায় রেটিং দাবা

ঢাকায় আজ শেষ হওয়া ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় চমক দেখালেন রাজারবাগ পুলিশ লাইনস স্কুলের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী। নাম তার সাকলাইন মোস্তফা সাজিদ। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন পাবনার ছেলে সাকলাইন। তৃতীয় হয়েছেন জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৯ ম্যাচে সাড়ে সাত পয়েন্ট করে পেয়েছেন। দু’জনের পয়েন্ট সমান হয়ে যাওয়ায় টাইব্রেকের আয়োজন করা হয়। সেখানে বুশলজ কাট ওয়ান পদ্ধতিতে সাকলাইন পেয়েছেন ৪৮.৫ স্কোর। আর জিয়া করেন ৪৬.৫।

৭ পয়েন্ট করে পেয়েছেন ছয়জন। ফলে এখানেও টাইব্রেকের আয়োজন করা হয়। বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার ও গ্র্যান্ড মাস্টার জিয়ার ছেলে তাহসিন তাজওয়া জিয়া তৃতীয়, নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা হয়েছেন চতুর্থ।

ফুটবল থেকে সরে গেলেও দাবায় নিজেদের সম্পৃক্ত রেখেছে সাইফ স্পোর্টিং। তাদের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস হয়েছেন পঞ্চম। নৌবাহিনীর আরেক ফিদে মাস্টার শরীফ হোসেন ও শেখ নাসির হয়েছেন যথাক্রমে ষষ্ঠ ও ৭ম।

রেটিং দাবার চ্যাম্পিয়ন সাকলাইন মোস্তফা সাজিদ সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে অনূর্ধ্ব-১২ বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছিলো পাবনার ছেলে।

Exit mobile version