চপল সাধারণ সম্পাদক রেখেই আরচ্যারীর নতুন অ্যাডহক কমিটি

কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল

ক্রীড়াঙ্গনে সংস্কারের ধারাবাহিকতায় চতুর্থ দফায় আরও তিন ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করলো জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদ সচিব (যুগ্মসচিব) মোঃ আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত পৃথক তিন নোটিসে আরচ্যারী ফেডারেশন, খো খো ফেডারেশন ও বেসবল অ্যান্ড সফবল অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে আরচ্যারীতে কাজী রাজীব ‍উদ্দীন আহমেদ চপল শুরু থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে সব ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসলেও আরচ্যারীতে সাধারণ সম্পাদক পদে কোন পরিবর্তন করেনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান। বাংলাদেশে আরচ্যারীর প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েদ আহেমেদ আছেন ১৯ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে।

খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ব্যবসায়ী, সাবেক খেলোয়াড় ও সংগঠক মীর কাইসার সাদিক সজিব। সভাপতি হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব এ এইচ এম জিয়াউল হক।

পরিবর্তন হয়েছে বেসবল এন্ড সফটবল অ্যাসোসিয়েশনে। সভাপতি হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ আফজালুলুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে এসেছেন তালহা জুবায়ের।

Exit mobile version