সর্বশেষ ফুটসাল বিশ্বকাপ হয়েছিলো ২০২১ সালে। সেবার প্রতিটি ম্যাচ গড়ে দেখেছিলেন ২৪ লাখ মানুষ। এবার ফুটবলের এই সংস্করণের জন্য প্রথমবার র্যাংকিং চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফুটসালের প্রথম র্যাঙ্কিংয়ে পুরুষ ও নারী; দুই বিভাগেই শীর্ষে আছে ব্রাজিল। এই নতুন র্যাংকিং পরের বিশ্বকাপের বাছাই দল নির্বাচনেও ব্যবহার করা হবে।
র্যাংকিংয়ে ব্রাজিলের পরে আছে পর্তুগাল। তিনে স্পেন, ইরান চারে আর ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবস্থান করছে পাঁচ নাম্বারে।
মেয়েদের বিভাগে আছে বাংলাদেশের নাম। তাও আবার শীর্ষ পঞ্চাশেই। বাংলাদেশের মেয়েদের ফুটসাল দল প্রথম র্যাংকিংয়ে জায়গা পেয়েছে ৪৪ নম্বরে।