ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবে শুরু করেছেন আরিয়ানা সাবালেঙ্কা। প্রথম রাউন্ডে তিনি হারিয়েছেন সুইস তারকা রেবেকা মাসারোভাকে। ৭-৫ ও ৬-১ গেমে ম্যাচ জিতেছেন তিনি।
দারুণ এক লক্ষ্য নিয়ে এবারের মিশন শুরু করেছেন সাবালেঙ্কা। ২০১৪ সালে সেরেনা উইলিয়ামস তার ইউএস ওপেন ধরে রেখেছিলেন। তারপর থেকে এই কীর্তি আর কেউ গড়তে পারেনি। হতে পারেনি টানা দুইবারের চ্যাম্পিয়ন। অনেকেই কাছকাছি এসে ফিরে গেছেন। কিন্তু সাবালেঙ্কা সেই বাধা পার হতে চান। ২০১৪ সালের পর প্রথম নারী একক খেলোয়াড় হিসেবে টানা দুইবার ইউএস ওপেন জয় করতে চান।
এবার তিন গ্র্যান্ড স্ল্যামের তিনটিতেই তিনি সেমিফাইনালে খেলেছেন। দুটোতে খেলেছেন ফাইনালে। ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ফলে তার ভক্তরা স্বস্তি পাচ্ছে না। বিশেষ করে ইউএস ওপেনের প্রস্তুতি টুর্নামেন্টে হিসেবে পরিচিত সিনসিনাটি ওপেনের ভালো করতে পারেননি তিনি। ইমা রাদুকানুকে হারালেও ইলিনা রাইবাকিনার কাছে হেরে যান তিনি। ফলে সাবালেঙ্কার ভক্তদের অস্বস্তি দূর হচ্ছে না কোনোমতেই।
এদিকে গত বছরের কোয়ার্টার ফাইনালিস্ট ইমা নাভারো চীনের ওয়াং ইয়াফানের বিপক্ষে জয় পেয়েছেন। সাবেক উইম্বল্ডন চ্যাম্পিয়ন মারকেতা ভনদ্রোউসোভা হারিয়েছেন রাশিয়ার ওকসানা সেলেখমেতেভাকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















