এসকেআইএফ বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা। প্রতিযোগিতার এটি দ্বিতীয় আসর। এতে অংশ নেবে আটটি দেশের প্রতিযোগী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসকেআইএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান। তিনি জানান, দেশের ৭৫টির বেশি সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে মোট ১১৫০ জন কারাতে খেলোয়াড় নাম লিখিয়েছেন। এর মধ্যে শিশু বিভাগে ছেলে-মেয়ে ৩৫০, জুনিয়র ৩০০, ক্যাডেট ২৫০ ও সিনিয়র বিভাগে ২৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ড্যান গ্র্যাডিংয়ে অংশ নিতে আবেদন করেছেন আরও ৭০ জনের বেশি। আন্তর্জাতিক পর্যায়ে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা ও আমেরিকার খেলোয়াড়রা অংশ নেবেন।
নুরুজ্জামান জানান, প্রতিযোগিতা পরিচালনা করবেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের পরীক্ষায় উত্তীর্ণ রেফারি, এসকেআইএফ-বাংলাদেশের রেফারি এবং এশিয়ান কারাতে ফেডারেশনের অনুমোদিত রেফারিরা। তার মতে, এ আয়োজন দেশের কারাতে অঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়-রেফারিদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















