বক্সিং রিংয়ের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মাইক টাইসন আবার রিংয়ে ফিরছেন। আগামী ২০ জুলাই তিনি জেক পলের সঙ্গে লড়াইয়ে নামবেন। আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে এ লড়াই অনুষ্ঠিত হবে। প্রায় ৮০ হাজার দর্শকের সামনে সাবেক এই কিংবদন্তী নিজের পাঞ্চের শক্তি পরীক্ষা করবেন।
মাইক টাইসনের এ লড়াই নিয়ে বেশ কিছু ভক্ত প্রশ্ন তুলেছেন। দুই বক্সারের বয়সের পার্থক্যেই তাদেরকে প্রশ্ন তুলতে বাধ্য করেছে। বিশেষ করে মাইক টাইসনের একটা ভিডিও প্রকাশ হওয়ার পরই তাদের লড়াইয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভিডিওতে টাইসনকে বয়সের ভারে নু্যজ মনে হয়েছে। এমনটা হওয়ারই কথা। কেননা মাইক টাইসনের বয়সটা তো আর কম হলো না। সাবেক এই চ্যাম্পিয়নের বর্তমান বয়স ৫৭। তার বিপরীতে লড়াইয়ে নামার অপেক্ষায় থাকা জেক পলের বয়স ২৭ বছর।
লম্বা একটা সময় লড়াইয়ের মাঝে নেই মাইক টাইসন। ২০২০ সালে তিনি শেষবার রিংয়ে নেমেছিলেন। সে সময় তার প্রতিপক্ষ ছিল রয় জোন্সে জুনিয়র। আর সর্বশেষ পেশাদার লড়াইয়ে নেমেছিলেন ২০০৫ সালে। ফলে ভক্তদের আশঙ্কা টাইসন লড়াইয়ে নামার মতো অবস্থায় নেই। বিশেষ করে ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পর ভক্তদের এই বিশ্বাস আরো পোক্ত হয়েছে।
একজন ভক্ত তো লিখেছেন, ‘মারাত্মকভাবে আহত হওয়ার আগে টাইসনের স্থায়ীভাবে অবসরে যাওয়া উচিত।’
অন্য একজন লিখেছেন, ‘দুই বছর আগে টাইসনকে লাঠি নিয়ে হাঁটতে দেখা গেছে। জেক পলের লজ্জিত হওয়া উচিত।’