যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ টাঙ্গাইল জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
বিকেলে এর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবল খেলোয়াড় খন্দকার রকিবুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার।
এবারের আসরে টাঙ্গাইল পৌরসভাসহ জেলার ১২ উপজেলার বালক এবং বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বালকদের ম্যাচে গোপালপুর উপজেলা ২-০ গোলে কালিহাতী উপজেলাকে, একই ব্যবধানে সখিপুর উপজেলা বাসাইল উপজেলাকে এবং ঘাটাইল উপজেলা টাঙ্গাইল পৌরসভাকে পরাজিত করেছে। অন্য ম্যাচে নাগপুর উপজেলা ১-০ গোলে মধুপুর উপজেলাকে এবং টাইব্রেকারে ভূঞাপুর উপজেলা টাঙ্গাইল সদর উপজেলাকে পরাজিত করেছে।
বালিকাদের বিভাগে, গোপালপুর উপজেলা ৪-০ গোলে কালিহাতি উপজেলাকে এবং ভূঞাপুর উপজেলা ৩-০ গোলে টাঙ্গাইল সদর উপজেলাকে পরাজিত করেছে।
রোববার (৮ অক্টোবর) বালক এবং বালিকাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনাল ম্যাচ হবে ১০ অক্টোবর। টুর্নামেন্টের আয়োজন করছে টাঙ্গাইল জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস। সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা।