মূল অলিম্পিক গেমসে বাংলাদেশ পদক জিততে না পারলেও স্পেশাল অলিম্পিকে টানা দ্বিতীয় বার স্বর্ণ জয় করল বাংলাদেশ। ইতালির তুরিনে স্পেশাল অলিম্পিকের উইন্টার গেমসে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে। এর আগে গত আসরেও বাংলাদেশ এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল।
আজ শনিবার ফাইনালে ৪-২ গোলে ইউক্রেনকে হারায় বাংলাদেশ। ফাইনালে অধিনায়ক স্বর্ণা, ফাতেমা তাবাল্লিন ও ফাবিয়া একটি করে গোল করেন। ফ্লোরবল দলে বাংলাদেশের কোচ বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু।
এই দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।
বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে দুই ধরনের অলিম্পিক গেমস হয়। যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। শুধু ফ্লোরবলই অনেকটা হকির মতো ইনডোরে হয়। বাংলাদেশ শুধু এতেই অংশগ্রহণ করে।