ডেভিস কাপ এশিয়া ওশানিয়া অঞ্চল গ্রুপ-৫’এর প্রতিযোগিতা আগামী ২৫-২৮ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ১৩ দলের এই ডেভিস কাপ টেনিসে বাংলাদেশ ছাড়া অংশ নিচ্ছে স্বাগতিক বাহরাইন, ভূটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, কাতার, তাজিকিস্তান ও ইয়েমেন।
আগামী সোমবার বাহরাইনের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। টুর্নামেন্ট উপলক্ষ্যে রমনায় টেনিস ফেডারেশনের সভাকক্ষে দলের সবাইকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ দলে চারজন খেলোয়াড়। রঞ্জন রাম, মাহাদী হাসান আলভি, জারিফ আবরার ও মো: সায়েম । বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে যাচ্ছেন ফেডারেশনের কোষাধ্যক্ষ খালেদ আহমেদ। ডেভিস কাপে বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা দেখছেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোতাহার হোসেন সাজু। ১৩টি দলকে ৪টি গ্রুপে ভাগ করে প্রতিটি গ্রুপে রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে প্রথামিক রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলার ফলাফল ২টি একক ও ১টি দ্বৈতের ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলের উপর ভিত্তি করে দুটি দল ‘২০২৪ ডেভিস কাপ এশিয়া ওশানিয়া জোন গ্রুপ-৪’এ উন্নীত হবে।