পদক জয়ের পর জানলেন কোভিড পজিটিভ

প্যারিস অলিম্পিক ২০২৪

ইংলিশ সাঁতারু অ্যাডাম পিটি ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপা জিতেছেন গত রোববার। তখনই মনে হয়েছিলো তিনি পুরোপারি ফিট নন। তখনই তার করোনা পরীক্ষার জন্য নমুন নেয়া হয়। গতকাল সোমবার তার ফলাফল জানা গেলো। করোনা আক্রান্ত হয়েছেন ২৯ বছর বয়সি এই ইংলিশ সাঁতারু। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ অলিম্পিক কমিটি।

ব্রিটেনের অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পুরোপুরি সুস্থ না হলেও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অ্যাডাম পিটি অংশ নেন। কিন্তু প্রতিযোগিতা শেষ হওয়ার ঘন্টা খানেকের মধ্যেই তিনি অসুস্থতা বোধ করেন। দ্রুত তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। পাশাপাশি কোভিড পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়।

অবশ্য দ্রুতই অ্যাডাম পিটির সুস্থতা ফিরে পাওয়ার আশা করছে ইংল্যান্ড। এমনকি অলিম্পিকের শেষদিকে সাঁতারের রিলে ইভেন্টেও তাকে পাওয়ার আশা করছে দেশটি।

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অ্যাডাম পিটি দু’বারের চ্যাম্পিয়ন। কিন্তু রোববারের লড়াইয়ে তিনি ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ০.০২ সেকেন্ডের ব্যবধানে হেরে যান। তখনও তার অসুস্থতার বিষয়ে কোন কিছু শোনা যায়নি।

Exit mobile version