প্যারিস অলিম্পিকে এক দিনে দুই সোনা জয়ের কীর্তি মারশাঁর

জমে উঠেছে প্যারিস অলিম্পিকসে সোনা জয়ের লড়াই। এবার এক দিনে দুই সোনা জয়ের ইতিহাস গড়লেন মারশাঁর। সাঁতারের দুনিয়া সবাই চেনে মাইকেল ফেলপসকে। ২০১৬ সালে রিও অলিম্পিকে ২৩তম সোনা জিতে অবসরে গিয়েছিলেন মার্কিন এই সাঁতারু। এবার প্যারিস অলিম্পিকে লিওঁ মারশাঁকে দেখে মনে হতেই পারে! এ বুঝি নতুন দিনের মাইকেল ফেলপস।

৪০০ মিটার মিডলেতে আগেই সোনা জিতেছিলেন। ভেঙেছিলেন মাইকেল ফেলপসেরই করা রেকর্ড। গতকাল রাতে যা করেছেন তা রীতিমতো অবিশ্বাস্য বলা চলে। দুই ঘণ্টায় দুই সোনা জিতেছেন এই ফ্রেঞ্চ তরুণ। আর দুটো ইভেন্টেই তিনি গড়েছেন বিশ্বরেকর্ডের কীর্তি। নিজের দেশে ‘ফরাসি ফেলপস’ যে পুরোদমে জ্বলে উঠেছেন তা নিশ্চিতভাবেই বলা চলে।

প্রথমবার মারশাঁ পুলে নেমেছিলেন ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে। ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট পার হলো এভাবেই। টোকিও অলিম্পিকে হাঙ্গেরির ক্রিস্তভ মিলাক সময় নিয়েছিলেন ১ মিনিট ৫১.২৫ সেকেন্ড। মারশাঁ আজ তারই সামনে এই রেকর্ড ভাঙলেন। ১ মিনিট ৫১.২১ সেকেন্ড সময় নিয়ে শেষ করেছেন রেস। মারশাঁর চেয়ে ০.৫৪ সেকেন্ড পেছনে থেকে রুপা জিতেছেন মিলাক। ব্রোঞ্জ পেয়েছেন কানাডার ইলিয়া খারুন।

অলিম্পিক সাঁতারে একই দিনে দুটি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেননি রেকর্ড ২৩ সোনার মালিক ফেলপসও। এবারের অলিম্পিকে তৃতীয় সোনা নিজের ঝুলিতে পুরেছেন মারশাঁ।

Exit mobile version