গোল উৎসব করে ফিফা ফুটসাল নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ব্রাজিল ও পর্তুগাল। মঙ্গলবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে পর্তুগাল ৭-২ গোলে ইতালিকে এবং ব্রাজিল ৬-১ গোলে জাপানকে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে।
সেমিফাইনালে ব্রাজিল স্পেনের এবং পর্তুগাল আর্জেন্টিনার মুখোমুখি হবে। আগের দিন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ৪-১ গোলে কলাম্বিয়াকে এবং স্পেন ৬-১ গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে। আগামী ৫ ডিসেম্বর দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একদিন বিরতি দিয়ে ৭ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে।
মঙ্গলবার অনুষ্ঠিত দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুই জয়ী দল প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি। পর্তুগালের হয়ে মোরেইরা তিন গোল করেন। সিলভা করেন জোড়া গোল। এছাড়া পেদরেইরা ও কিকা একটি করে গোল করেন।
জাপানের বিপক্ষে ব্রাজিলের ইমিলি তিন গোল করেন। এই তিন গোলের সুবাদে ইমিলি এখন সর্বাধিক গোলের তালিকায় নেতৃত্ব দিচ্ছেন। তার গোল সংখ্যা ছয়। ব্রাজিলের হয়ে অন্য তিন গোল করেন আনা লুইজা, দেবোরা ও লুয়ানা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















