গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে হাটছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। আজ ভিয়েতনামে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে প্রথম জিএম নর্ম অর্জন করেছেন তিনি।
নর্ম অর্জন করে ফাহাদ বলেছেন, ‘অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত একটা জায়গায় আসতে পেরেছি। গ্র্যান্ডমাস্টার নর্ম একটা স্বপ্নের মতো আমার কাছে। আমার পরিবার অনেক কষ্ট করেছে। পরিবারের চেষ্টা আর আমার সাধনায় অবশেষ আজ সফল হলাম।’
গ্র্যান্ডমাস্টার খেতাব পেতে আরও দুটি নর্ম লাগবে ফাহাদের। ফাহাদের বর্তমান র্যাটিং ২৪৩১। গ্র্যান্ডমাস্টার খেতাবের জন্য রেটিং হতে হবে ২৫০০।
এখন পর্যন্ত ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছেন ফাহাদ। আরও ১৮ খেলায় ২টি নর্ম লাগবে তাঁর। তাহলেই তিনি পু্রোপুরি গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়ে যাবেন।
বাংলাদেশে বর্তমানে পাঁচ গ্র্যান্ডমাস্টার। তাঁরা হলেন- নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। ২০০৮ সালে সর্বশেষ গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছিলেন রাজীব।