ফেব্রুয়ারিতে দুবাইয়ে বিচ সকার বিশ্বকাপ

২০২৪ সালের ১৫ থেকে ২৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসতে যাচ্ছে ‘ফিফা বিচ সকার ওয়ার্ল্ডকাপের’ ১২তম আসর। যাতে অংশ নেবে ১৬টি দেশ। সম্প্রতি দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরিতে আয়োজিত ড্র অনুষ্ঠানে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।

স্বাগতিক আরব আমিরাতের সাথে ‘এ-গ্রুপে’ জায়গা পেয়েছে মিশর, ‍যুক্তরাষ্ট্র ও ইতালি। ‘‍বি-গ্রুপে’ খেলবে স্পেন, ইরান, তাহিতি ও আর্জেন্টিনা। ‘সি-গ্রুপে’ সেনেগাল, বেলারুশ, কলম্বিয়া ও জাপান। আর ‘ডি-গ্রুপে’ বর্তমান ও সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে আছে ওমান, পর্তুগাল ও মেক্সিকো।

ড্র অনুষ্ঠান শেষে আর্জেন্টিনা, ইরান, স্পেন ও তাহিতির গ্রুপকে বলা হচ্ছে ডেথ গ্রুপ। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে মিশর, কলম্বিয়া। ২০১৫ ও ২০১৯ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল ডি গ্রুপে খেলবে বিচ সকার বিশ্বকাপেও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে। গ্রুপের অপর দুই দল ওমান ও মেক্সিকোও কঠিন প্রতিপক্ষ।

Exit mobile version