ফেলপসের রেকর্ড ভাঙলেন মারশাঁর

সাঁতারের রাজা মাইকেল ফেলপস। ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে নানা বিশ্বরেকর্ড আছে যুক্তরাষ্ট্রের এই সাঁতারুর। তবে প্যারিস অলিম্পিকে তার এক রেকর্ড ভেঙে দিলেন ফ্রান্সের লিওঁ মারশাঁ। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন এই ফরাসি তারকা।

২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতার কিংবদন্তি মাইকেল ফেলপসের গড়া রেকর্ড ভেঙেছেন মারশাঁ। সেখানে তিনি সময় নিয়েছেন ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড।

ফেলপস বেইজিংয়ে সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড। ২০২৩ সাল পর্যন্ত এটিই ছিল বিশ্ব রেকর্ড। এর আগে গত বছর জাপানে ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড সময় নিয়ে ফেলপসের রেকর্ড ভাঙেন মারশাঁ।

Exit mobile version