বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল এর জাতীয় পর্যায় শুরু

আট বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে রাজধানীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়। উদ্বোধনী দিনের খেলায় ঢাকা বিভাগের দল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ৩-০ গোলে জামালপুর জেলার ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে, চাপাই নবাবগঞ্জ জেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ টাইব্রেকে ৩-২ গোলে ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজকে পরাজিত করে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার। ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ স ম তরিকুল ইসলাম, সাবেক ফুটবলার মো: আবদুল গাফফার, শেখ মোহাম্মদ আসলাম।

২০২২ সালের ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৮৮৪ টি কলেজের ১৫৯১২ জন প্রতিযোগী এতে অংশ নেন।সেখান থেকে  জেলা পর্যায়ের সেরা ২ টি দল সুযোগ পায় বিভাগীয় প্রতিযোগিতা। জেলা পর্যায়ে ১২৮ কলেজের ২৩০৪ জন ফুটবলার অংশ নেয়। সবশেষ প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে ‍শুরু হলো জাতীয় পর্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বর্তমান সরকারের মেয়াদে আমরা প্রথমবারের মতো ২০১৮ সালে  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ চালু করি এবং দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়।  এরই  ধারাবাহিকতায় আমরা  বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ গ্রহণ করি।  আগামী বছর থেকে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য দেশব্যাপী  বঙ্গমাতা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট চালু করা হবে।  এ সকল টুর্নামেন্ট থেকে বাছাইকৃত সেরাদের নিয়ে দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্হা করা হবে।’

Exit mobile version