বার বার শৃঙ্খলাভঙ্গ; ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি থেকে বুলবুলকে অব্যাহতি

৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে গঠন করা হয় ‘সার্চ কমিটি’। যার মূল উদ্দেশ্য ক্রীড়াঙ্গনকে রাজনীতিকীকরণ থেকে মুক্ত করা। কিন্তু সেই কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে নিজেই বিতর্কিত কর্মকাণ্ড করে অব্যাহতি পেলেন কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব জগদীশ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি আজ নিশ্চিত করা হয়।

বিগত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে ক্রীড়া ফেডারেশনগুলোতে সরকার দলীয় লোকদের একচ্ছত্র আধিপত্য ছিলো। রাজনৈতিক পালা বদলের পর ২৯ আগস্ট পাঁচ সদস্যের সার্চ কমিটি করা হয়।  

সার্চ কমিটির সদস্য হওয়ার পরও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে ঘিরে কয়েকটি সভায় যোগ দিয়েছিলেন মহিউদ্দিন আহমেদ। তারেই প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিলো। তিন কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছিলো। শেষ পর্যন্ত তাকে অব্যাহতি দেয়া হলো।

Exit mobile version