সংযুক্ত আরব আমিরাতে বসেছে বিচ ফুটবল বিশ্বকাপের আসর। ১৬ দলের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল আজ।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩০ মিনিটে লাতিন পরাশক্তির প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সন্ধ্যা ৭ টায় পর্তুগালের প্রতিপক্ষ বেলারুশ।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত মাঠে নামবে ইরানের বিপক্ষে। তাঁদের ম্যাচ শুরু হবে ৯ টা ৩০ মিনিটে।
ইতালির বিপক্ষে চতুর্থ কোয়ার্টার ফাইনালে রাত ১১ টায় মাঠে নামবে তাহিতি।
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে।
বিচ ফুটবল সাধারণত সমুদ্র সৈকতে খেলা হয়ে থাকে। ২০০৫ সাল থেকে এই ফুটবল বিশ্বকাপ আয়োজন করে আসছে ফিফা। গত ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে পর্দা উঠেছে এই আসরের।