বিচ ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিলো আর্জেন্টিনা

ফুটবলে আকাশে উড়ছে আর্জেন্টিনা। মেসির হাত ধরে তাঁরা ৩৬ বছর পর জিতেছে ফুটবল বিশ্বকাপ। বয়সভিত্তিক ফুটবলেও চলছে জয়রথ। কদিন আগেই ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব-২৩ দল। দুবাইয়ের মাটিতে চলছে বিচ ফুটবল বিশ্বকাপ। ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এখানে যেন অচেনা এক দল।

আগেই নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে ছয় গোল হজমের পরই বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো আর্জেন্টিনার। তাই স্পেনের বিপক্ষে তাঁদের ম্যাচটা অনেকটাই ছিলো নিয়মরক্ষার।

গতকাল বিচ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ ‘বি’-তে তৃতীয় স্থান থেকে বিশ্বকাপ শেষ করেছে আলবিসেলেস্তারা।

সাধারণত সমুদ্র সৈকতে খেলা হয়ে থাকে বিচ ফুটবল। ফিফা এই ফুটবল বিশ্বকাপ আয়োজন করে আসছে ২০০৫ সাল থেকে। ১৬ দল নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে পর্দা উঠেছে এবারের আসরের।

আর্জেন্টিনা না পারলেও দুর্দান্ত ছন্দে আছে আরেক লাতিন পরাশক্তি ব্রাজিল। ইতিমধ্যেই টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বিচ ফুটবলের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Exit mobile version