আগামী ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় ক্যারম বিশ্বকাপের জন্য চূড়ান্ত হয়েছে বাংলাদেশ নারী ক্যারম দল। বাছাই প্রক্রিয়া শেষে দলে জায়গা করে নিয়েছেন আফসানা নাসরিন, ফারজানা বানু শিল্পী, শামছুন নাহার মাকসুদা এবং আছিয়া খাতুন।
মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে ক্যারম ফেডারেশনে গত তিন অক্টোবর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত মহিলা খেলোয়াড় বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বাছাই কার্যক্রমে সেরা ১০ জন খেলোয়াড় এর মধ্যে লীগ পদ্ধতী অনুসরণ করে চুড়ান্তভাবে ৪ জন খেলোয়াড় নির্বাচিত করা হয়।
এদিকে, ছেলেদের বাছাই প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল অর্থাৎ ১৮ অক্টোবর, শনিবার। যেখানে প্রাথমিক বাছাইপর্ব শেষে ১০জন প্রতিযোগী বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার জন্য লড়াই করছেন।
আগামী ২ হতে ৬ ডিসেম্বর ২০২৫ মালদ্বীপে অনুষ্ঠিত হবে ক্যারম বিশ্বকাপের ৭ম আসর।
