জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে সম্প্রতি গঠিত ৪০টিরও বেশি ফেডারেশনের অ্যাডহক কমিটির মধ্যে ব্যাডমিন্টন ফেডারেশনই প্রথম যেখানে সভাপতির পদত্যাগের ঘটনা ঘটল। দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় পদত্যাগ করেছেন ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন আলমগীর। তার জায়গায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সহ-সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী।
এই পদত্যাগের খবর সামনে আসে জাতীয় চ্যাম্পিয়নশিপের সমাপনী দিনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন জানান, “আমাদের সভাপতি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তিনি এনএসসি, মন্ত্রণালয় এবং ফেডারেশনে চিঠি দিয়েছেন।”
জাতীয় চ্যাম্পিয়নশিপের মতো বড় একটি আয়োজনের দাওয়াতপত্রে সভাপতির নাম না থাকায় প্রথম থেকেই নানা প্রশ্নের সৃষ্টি হয়। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুজ্জামান রতন বলেন, “সভাপতির পদত্যাগ নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল। তবে আমরা সম্মিলিতভাবে সেই সংকট মোকাবিলা করেছি।”
২৩ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি গঠন করে। সালাহউদ্দিন আলমগীর দায়িত্ব নেওয়ার পর বেশ উৎসাহের সঙ্গে গণমাধ্যমে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু জুনের প্রথম সপ্তাহেই পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে তিনি বলেন, “আমি বুঝতে পেরেছি, যেটুকু সময় এই দায়িত্বে দেওয়ার প্রয়োজন, সেটা আমি দিতে পারব না। তাই দায়িত্ব ছেড়ে দিয়েছি। তবে খেলাটির উন্নয়নে সহায়তা করতে পেছন থেকেই কাজ করে যাব।”
তবে প্রশ্ন উঠেছে, ব্যস্ততা জেনেও কেন দায়িত্ব নিয়েছিলেন? এবং পদত্যাগের পরও কেন জুনের শেষ দিকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতির সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে বৈঠক করেছেন? উত্তরে তিনি বলেন, “বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল এবং আমি সেটা ফেডারেশনের অন্যদের জানিয়ে অংশ নিয়েছিলাম।”
ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে সার্চ কমিটির প্রস্তাবের ভিত্তিতে বিভিন্ন ফেডারেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। ব্যাডমিন্টনে এই সার্চ কমিটির নেতৃত্বে ছিলেন জোবায়েদুর রহমান রানা, যিনি একসময় জাতীয় চ্যাম্পিয়ন ও সাধারণ সম্পাদক ছিলেন। ধারণা করা হচ্ছে, রানার প্রভাবেই ব্যাডমিন্টন ফেডারেশনে এই কমিটি গঠিত হয়। কিন্তু নতুন কমিটি গঠনের পরপরই এমন পদত্যাগ কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে।
সালাহউদ্দিন আলমগীরের এই আকস্মিক সিদ্ধান্ত ব্যাডমিন্টন ফেডারেশনের জন্য যেমন এক দিক থেকে চাপের, তেমনি আগামী দিনের নেতৃত্ব ও স্থিতিশীলতা নিয়ে তৈরি করেছে অনিশ্চয়তা।
