ব্রাজিলের সামনে ষষ্ঠ শিরোপা জয়ের সুযোগ

বিচ সকার বিশ্বকাপ

বিচ সকার বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের সুযোগ ব্রাজিলের সামনে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দলটি আবার ফাইনালে উঠেছে। আজ শিরোপা জয়ের লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে ইতালির। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায়।

সংযুক্ত আরব আমিরাতে চলমান টুর্নামেন্টে গতকাল শনিবার ইরানকে নাটকীয়ভাবে হারিয়ে ব্রাজিল ফাইনালে উঠেছে। দুই গোলে পিছিয়ে পড়ার পর তারা ইরানকে ৩-২ গোলে হারায়। অন্য ম্যাচে ৩-৩ গোলে ড্র-র পর টাইব্রেকারে বেলারুশকে ৫-৪ গোলে হারিয়ে ইতালি ফাইনালে পৌঁছায়।

ইরান-ব্রাজিল ম্যাচ ছিল নাটকীয়তায় ভরপুর। ম্যাচের প্রথম মিনিটেই মিরসেকারির গোলে ইরান এগিয়ে গিয়েছিল। ১৩ মিনিটে আবার মিরসেকারি গোল করেন। দুই গোলে এগিয়ে যাওয়ার পর ইরান রক্ষণাত্মক ভূমিকায় মাঠে নামে। আর এ সুযোগটা নেয় ব্রাজিল। অ্যালিসন ১৫ ও ২৭ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরায়। ম্যাচ যখন অতিরিক্ত সময় গড়ানোর অপেক্ষায় তখন ব্রেন্ডো নায়কের ভূমিকায়। গোল করে ব্রাজিলকে নাটকীয় জয় এনে দেন।

টুর্নামেন্টের ১১ আসরের মধ্যে ব্রাজিল পাঁচবার শিরোপা জয় করেছে। গত দুই আসরে তারা ফাইনালে উঠতে পারেনি। ইতালি এবার নিয়ে তৃতীয়বার ফাইনালে খেলছে। আগের দুইবারই তারা রানার্স আপ হয়েছে। ফলে এবার তাদের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

Exit mobile version