ভারতের হোটেলে মারা গেলেন বাংলাদেশের ব্যাডমিন্টন আম্পায়ার

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য মোহাম্মদ নাজিব ইসমাইল রাসেল পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। বাংলাদেশের অন্যতম সেরা এই আম্পায়ার ভারতের গুয়াহাটিতে চলমান ইউনেক্স সানরাইজ গুয়াহাটি মাস্টার্স টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সেখানেই শনিবার তিনি আকষ্মিক মৃতু্যবরণ করেন।

তার মৃতু্্যর খবর নিশ্চিত করেছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা। হোটেল রুমেই তার মৃতু্য হয়েছে বলে জানান ব্যাডমিন্টনের সাবেক এই সাধারণ সম্পাদক। তিনি বলেন, শনিবার রাসেলের দায়িত্ব পালন করার কথা ছিল। সময়মত কোর্টে না আসায় আয়োজকরা তার হোটেলে যান। তারা গিয়ে দেখেন তার রুমের দরজা বন্ধ। এরপর ধাক্কাধাক্কির পরও দরজা না খোলায় তা ভাঙা হয়। হোটেল রুমে তাকে মৃত পাওয়া যায়।

মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃতু্যতে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।

Exit mobile version