ভিয়েতনামে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন না ফাহাদ

ভিয়েতনামে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন না ফাহাদ রহমান

ভিয়েতনামের হ্যানয় শহরে চলমান গ্র্যান্ড মাস্টার্স টুর্নামেন্ট থেকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে। প্রয়োজনীয় সাত পয়েন্ট প্রয়োজন হলেও ছয় খেলা শেষেই ফাহাদের জিএম (গ্র্যান্ডমাস্টার) নর্ম হাতছাড়া হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়।

আজ (সোমবার) ষষ্ঠ রাউন্ডের খেলায় দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক মাস্টার লি জুনহাইয়কের সাথে ড্র করেন। সব মিলিয়ে ৬ খেলায় ফাহাদের অর্জন সাড়ে তিন পয়েন্ট। কিন্তু জিএম (গ্র্যান্ডমাস্টার) নর্মের জন্য প্রয়োজন সাত পয়েন্ট। পরের তিন খেলায় জয় পেলেও ফাহাদের পয়েন্ট দাঁড়াবে সাড়ে ছয় পয়েন্ট। ফলে ভিয়েতনাম থেকে জিএম নর্ম ছাড়াই ফিরতে হবে ফাহাদকে।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের প্রথম রাউন্ডের স্থগিত খেলায় ফিলিপাইনের গ্র্যান্ড মাস্টার পল জন গোমেজের সাথে ড্র করেন।

ভিয়েতনামের এই টুর্নামেন্টে দাবাড়ুদের রেটিংয়ের গড় ২৪০০ এর নীচে। এই জাতীয় টুর্নামেন্টে জিম নর্মের জন্য সাত পয়েন্টের প্রয়োজন হয়।

Exit mobile version