মঙ্গলবার শুরু অনুর্ধ্ব-১৪ হ্যান্ডবল

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও তাসমেরী এন্ড কোম্পানী এর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা। রবিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতায় বালক বিভাগে ১৬টি ও বালিকা বিভাগে ১২টি স্কুল দল অংশ নেবে। বালক বিভাগে প্রতিটি গ্রুপ চারটি করে দল নিয়ে চারটি গ্রুপ করা হয়েছে। বালিকা বিভাগেও রয়েছে চারটি গ্রুপ। তাদের প্রতি গ্রুপে থাকছে তিনটি করে দল।

বালক বিভাগের দলগুলো- উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, মিতালী বিদ্যাপিঠ উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, খালেদা হায়দার মেমোরিয়াল, মডেল একাডেমি, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সানিডেইল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, সেন্ট গ্রেগরী হাই স্কুল, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, হীড ইন্টারন্যাশনাল স্কুল, আইডিয়াল স্কুল, নৌবাহিনী কলেজ, স্কলাস্টিকা।

বালিকা বিভাগের দলগুলো- স্কলাস্টিকা, কদমতলা পূর্ব বাসাবো স্কুল, হীড ইন্টারন্যাশনাল, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, ভিকারুননিসা নুন স্কুল, সানিডেইল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, আইডিয়াল স্কুল, শহীদ বীর উত্তম লে: আনোয়ার কলেজ, উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় ও নৌবাহিনী কলেজ।

Exit mobile version