ঢাকায় শুরু হয়েছে মহিলা ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা। সোশ্যাল মার্কেটিং কোম্পানি, এসএমসি’র পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও স্পোর্টস বাংলার আয়োজনে ‘জয়া সেনেটারি নেপকিন মহিলা রেটিং দাবা’য় ৪৭জন দাবাড়ু অংশ নিয়েছেন।
শুক্রবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল) আমেনা বেগম, বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরীর মলি ও আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পোর্টস বাংলার সভাপতি মোঃ আরিফুজ্জামান আরিফ। উদ্বোধনী অনুষ্ঠানে পরপরই প্রতিযোগিতার খেলা শুরু হয়।
প্রথম রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম কৌমুদী নার্গিসকে, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইশারত জাহান নিশিকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস নাজমিন আক্তারকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা ওয়ারিসা হায়দারকে, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ জারিন তাসনিমকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ মেহজাবিন ইসলামকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম শাহিনুর খাতুনকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো তানজিলা আক্তারকে, ভারতের আর্শিয়া দাস আরিশা হোসেন তুবাকে, তাসনিয়া তারান্নুম অর্পা সিদরাতুল মুনতাহাকে, নীলাভা চৌধুরী আসিয়া সুলতানাকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু জোয়েনা মেহবিশকে, জিন্নাত আক্তার শাহনাজ মিম আক্তারকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সাবিকুন নাহার তনিমা খন্দকার অনিকা মাওলাকে ও আফরিন জাহান মুনিয়া রিফাহ সায়েরা মুবিনাকে হারান।
৫ দিন ব্যাপী ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ীদের মোট নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। আজ সকাল ১১-০০ টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে।
