আগামী ২৩ মে থেকে চতুর্থবারের মতো ঢাকায় শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’। সেখানেই আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। সাংবাদিকরা দলের বিশ্বকাপ পারফরমেন্স সম্পর্কে জানতে চাইলে হাসিমুখে মাশরাফি জানতে চান, বাংলাদেশ কি আসলেই খেলতে গেছে কিনা?
মাশরাফির হাসির মধ্য দিয়েই শেষ হয় আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন। এর আগে কাবাডি’র সাথে মাশরাফি সম্পৃক্ততা ও এর উন্নয়নে কিভাবে ভূমিকা রাখা যায় সেসব নিয়ে কথা বলেন খেলোয়াড়ী জীবনে ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ হিসেবে খ্যাতি পাওয়া এই ক্রিকেটার।
টানা দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদে নড়াইল-২ আসন থেকে প্রতিনিধিত্ব করা মাশরাফি ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’তেও দায়ীত্ব পালন করছেন। সেখানে তাঁর ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘টোটাল স্পোর্টস নিয়েই কাজ করতে হবে ‘ এইক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি উল্লেখ করে মাশরাফি বলেন, ‘ক্রিকেটের মতো অন্য ইভেন্টকেও গুরুত্বের সাথে তুলে আনতে হবে।’
মাশরাফি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে ক্রিকেট অনেক বড় জায়গা দখল করে রাখলেও বিশ্ব ক্রীড়াঙ্গনে অলিম্পিকের চেয়ে বড় কিছু আর নাই। ফলে বাংলাদেশ যদি একটা অলিম্পিক পদক জিততে পারে তবে সেটিই হবে এই মুহুর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।