রিয়া গোপের স্মরণে ধানমণ্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ

জুলাই আন্দোলনে প্রয়াত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

ধানমণ্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হলো জুলাই আন্দোলনের সময় প্রয়াত ৬ বছর বয়সি রিয়া গোপের নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আজ বিষয়টি জানানো হয়েছে। ফলে এখন থেকে ধানমণ্ডিতে অবস্থিত এই স্থাপনাটি ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ নামি পরিচিত হবে।

কে এই রিয়া গোপ?

গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাসার ছাদে খেলার সময় মাথায় গুলি লাগে ছয় বছর বয়সি রিয়া গোপের। পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যায় রিয়া। নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকার দ্বীনবন্ধু মার্কেট এলাকায় রিয়ার পরিবারের বসবাস।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন তখন তুঙ্গে। ১৯ জুলাই বিকালে রিয়াদের বাসার নীচে সেদিনের পরিস্থিতি ছিলো থমথমে। ছাত্র-জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিলো। গোলাগুলির শব্দ শুনে বাসার ছাদে খেলারত রিয়াকে বাসায় নিয়ে আসার জন্য দীপক কুমার গোপ ছাদে ছুটে যান। এই সময় রিয়ার মাথার পেছনে পুলিশের গুলি লাগে।

আহত রিয়াকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই রিয়ার মৃত্যু হয়। রিয়া গোপ ছিলেন দীপক মুার গোপ ও বিউটি ঘোষের একমাত্র সন্তান।  

Exit mobile version