লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮ এর নিরাপত্তায় নেতৃত্বে ট্রাম্প

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস ঘিরে নিরাপত্তা জোরদার করতে বিশেষ এক টাস্ক ফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বয়ং ট্রাম্পই এই টাস্ক ফোর্সের নেতৃত্বে আছেন, আর তার ডেপুটি হিসেবে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

গেল মঙ্গলবার এক নির্বাহী আদেশে এই উদ্যোগের ঘোষণা দেন ট্রাম্প। তার ভাষায়,

“আমাদের লক্ষ্য একটাই—অলিম্পিক যেন নিরাপদ ও সফলভাবে সম্পন্ন হয়। প্রয়োজনে আমরা ন্যাশনাল গার্ড বা সেনাবাহিনীও মোতায়েন করব।”

লস অ্যাঞ্জেলেস শহরটি ডেমোক্র্যাটপন্থী হিসেবে পরিচিত, যেখানে অতীতে ট্রাম্পবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ইতিহাস রয়েছে। এমন প্রেক্ষাপটে গেমস আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হলো এই ব্যবস্থা।

এর আগে গত জুনে গভর্নর গ্যাভিন নিউসমের আপত্তি উপেক্ষা করে ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন। উদ্দেশ্য ছিল অভিবাসনবিরোধী আন্দোলন দমন করা, যা স্থানীয় প্রশাসনের সঙ্গে সংঘাত সৃষ্টি করে।

অলিম্পিক আয়োজন কমিটির চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরস্কার পদকের নকশা ট্রাম্পকে উপহার দেন এবং তাকে অলিম্পিক মশাল বহনের আহ্বান জানান।

Exit mobile version