শহীদ মীর মুগ্ধ স্মৃতি উন্মুক্ত র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট নিয়ে ফাহাদ চ্যাম্পিয়ন হয়েছেন। ৮ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন তাহমিদুল হক।
নিয়ামুল চেস একাডেমি, ইউএসএ এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের যৌথ আয়োজনে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত “শহীদ মীর মুগ্ধ স্মৃতি উন্মুক্ত র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫” এ ১১ এপ্রিল, শুক্রবার জুলাই শহীদ মীর মুগ্ধের স্মরণে দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় দাবাড়ুদের সাথে সারা দেশ থেকে ১৮৪ জন দাবাড়ু অংশগ্রহন করেন।
প্রতিযোগিতায় ৭.৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে জাবেদ আল আজাদ তৃতীয়, অনতা চৌধুরি চতুর্থ এবং স্বর্নাভো চৌধুরি পঞ্চম হয়েছেন। ৭ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে ষষ্ঠ থেকে দশম হয়েছেন যথাক্রমে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার মো: আবু হানিফ, ফিদে মাস্টার মো: জাভেদ, দ্বিন মো: স্বপন এবং দেলোয়ার হোসেন।
খেলা শেষে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য আমিনুল ইসলাম আপেল, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য আরিফুজ্জামান আরিফ এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মনজুর আলম।
প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আইয়ান রহমান, সংগ্রাম দাশ, ফারুক মল্লিক, মো: রাব্বি হোসেন, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরি, আনোয়ার হোসেন দুলাল, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ঐতিহ্য বড়ুয়া, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা খুশবু, ওয়ারিসা হায়দার এবং আলিশা হায়দার।