তাসমেরী অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) শুরু হয়েছে। মঙ্গলবার উদ্বোধনী দিনে বালক বিভাগে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মডেল একাডেমী, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ জয় পেয়েছে।
বালিকা বিভাগে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, শহীদ বীর উত্তম লে. আনোয়ার কলেজ, হীড ইন্টারন্যাশনাল স্কুল ও সানিডেইল স্কুল জয় পেয়েছে।
এর আগে তাসমেরী অ্যান্ড কোম্পানী এর স্বত্বাধিকারী মোঃ সেলিম বিন বাতেন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময়ে ফেডারেশনের সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাকসুদ আহমদ, সম্পাদক মোঃ সেলিম মিয়া বাবুসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার টুর্নামেন্টের ১৩টি খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বালক বিভাগে সাতটি এবং মেয়েদের ছয়টি খেলা মাঠে গড়াবে।