শেয়ার বাজারে কারসাজি; সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

দেশের শেয়ার বাজারে কারসাজির কারণে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্যারামাউন্ট ইনস্যুরেন্সের দাম বাড়াতে কারসাজির পেছনে সাকিবের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বিএসইসি।

একই অভিযোগে সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হিরুর বিরুদ্ধে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের দাম বাড়াতে কারসাজির প্রমাণ পাওয়া গেছে।

সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। চোট লুকিয়ে চেন্নাই টেস্টে খেলেছেন এমন অভিযোগ উঠেছে সাকিবের বিরুদ্ধে। অথচ গত ওয়ানডে বিশ্বকাপের আগে চোট নিয়ে খেলতে চাওয়ার কারণে তামিমের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাকিব। বলেছিলেন, ‘এটা দেশের সাথে প্রতারণা’। অথচ সাকিবের বিরুদ্ধেই এবার চোট লুকিয়ে খেলার অভিযোগ উঠলো।

বাম হাতের বোলিং ফিঙ্গারে চোটের কারণে বলের গ্রিপ ঠিকভাবে করতে পারছেন না বলে সাকিব বোলিংয়ে ছিলেন অল্প সময়ের জন্য। এমনকি ব্যাটিংয়ে বাজে সময় পার করছেন। অথচ একটা সময় সাকিব দলে থাকলেই ব্যাটে-বলে দলকে নির্ভরতা দিতেন এক সময়ের নাম্বার ওয়ান এই অলরাউন্ডার।

চেন্নাই টেস্টের পর কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু সরাসরি এই বিষয়ে কেউই কথা বলেননি। চেন্নাই টেস্টের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে এই বিষয়টি জানতে চাওয়া হলেও তিনি সেটি এড়িয়ে যান।

Exit mobile version