শুক্রবার সিঙ্গাপুর ওপেন পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিকস ২০২৫-এর প্রথম দিনে বাংলাদেশি জিমন্যাস্টরা তিনটি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে জুনিয়র বিভাগে একটি দলগত স্বর্ণ।
বাংলাদেশ দলের হয়ে জুনিয়র দলের প্রতিনিধিত্ব করেছেন প্রেন্থোই ম্রো, উটিং ওং মারমা এবং মেন্টন টনি ম্রো । প্রেন্থোই ম্রো জুনিয়র ব্যক্তিগত অল-রাউন্ড বিভাগেও ব্রোঞ্জ জিতেছেন।
এছাড়া রাজীব চাকমা, ওহাই মং মারমা, মো. রাফিল আহমেদ এবং জ্যাক আশেকুল ইসলাম – পুরুষদের সিনিয়র দলগত বিভাগে রৌপ্য জিতেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















