সোমবার থেকে দুই দিনের তারুণ্যের উৎসব কুস্তি

ফেডারেশন কার্যালয়ে খেলোয়াড়দের ওজন পরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী কুস্তি প্রতিযোগিতা-২০২৫। এ উপলক্ষ্যে রোববার ফেডারেশন কার্যালয়ে বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত ১৪০ জন খেলোয়াড়ের ওজন পরীক্ষা করা হয়।

সোম ও মঙ্গলবার (১৭-১৮ ফেব্রুয়ারি) দুইদিন ব্যাপী এবারের এ প্রতিযোগিতায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, নড়াইল, রাজশাহী, রংপুর ও মুন্সিগঞ্জ জেলা অংশ নিচ্ছে।

হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় ৮০জন পুরুষ ও ৬০জন নারী মোট ১৪০জন খেলোয়াড় ২০টি ওজন শ্রেণীতে অংশ নিচ্ছেন।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯:৩০ মিনিটে হ্যান্ডবল স্টেডিয়ামের সামনে থেকে খেলোয়াড় ও কর্মকর্তাদের অংশ গ্রহনে র‌্যালী অনুষ্ঠিত হবে।

র‌্যালী শেষে সকাল ১০টা থেকে প্রতিযোগীতার খেলা শুরু হবে।

Exit mobile version