স্কোয়াশে নতুন যুগের সূচনা

ভারতীয় উপমহাদেশে একসময় জনপ্রিয় খেলা ছিল স্কোয়াশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে খেলাটি হারাতে বসেছিল তার ঐতিহ্য। সেই ম্লান হয়ে যাওয়া খেলাটিকে নতুনভাবে জাগিয়ে তুলতে এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ’। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং বসুন্ধরা স্পোর্টস সিটির সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত আছে উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাকটিভ। আঞ্চলিক পর্বে ২৫টি প্রতিষ্ঠানের হয়ে ১৮০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সেখান থেকে নির্বাচিত ৮০ জন অংশ নেবেন চূড়ান্ত পর্বে।

চূড়ান্ত পর্বের খেলা বসুন্ধরা স্পোর্টস সিটির ইনডোর কোর্টের পাশাপাশি ইনডিপেনডেন্স ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, শাহীন কলেজ এবং আর্মি অফিসার্স মেস–সহ একাধিক স্থানে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি মোট ৯টি বিভাগে অনুষ্ঠিত হবে—উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত নারী, উন্মুক্ত মেম্বারসহ বয়সভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে।

শনিবার বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষকতা চুক্তি স্বাক্ষর হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন মেজর (অব.) মোহসিনুল করিম এবং ফেডারেশনের পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম।

চুক্তি স্বাক্ষরের পর বিগ্রেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম বলেন, ‌’বসুন্ধরার সহযোগিতায় স্কোয়াশে আমরা নতুন বিপ্লব ঘটাতে চাই। ইতোমধ্যে চারশ’ খেলোয়াড় আমরা প্রস্তুত করেছি এবং এসএ গেমসে অংশ নিতে আমরা প্রস্তুত।’

Exit mobile version