বাংলাদেশী কারাতেকার স্বর্ণ জয়

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ছিল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক। দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য টুর্নামেন্টের ভেন্যু দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করা হয়। ডারবানে চলমান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কারাতেকা একটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন। 

আদাম চৌধুরী ৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক ও ব্যক্তিগত কাতা ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন । কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। কমনওয়েলথে কারাতে চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে রয়েছেন মুস্তাক চৌধুরী। যিনি স্বর্ণজয়ী আদাম চৌধুরী বাবা।

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ভেটেরানরাও অংশগ্রহণ করে। এসএ গেমসে বাংলাদেশের পদকজয়ী কারাতেকা সৈয়দ নুরুজ্জামান ভেটেরান ইভেন্টে স্বর্ণ জেতেন। 

Exit mobile version