স্বাধীনতা দিবস ক্রিকেটে লাল দলের জয়

মহান স্বাধীনতা দিবস ‍উপলক্ষ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। লাল ও সবুজ দলের হয়ে অংশ নিয়েছিলেন সাবেক তারকা ক্রিকেটাররা। ম্যাচে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন লাল দল ৯ রানে মোহাম্মদ রফিকের সবুজ দলকে পরাজিত করেছে।

১০ ওভারের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় লাল দল। ওপেনার হান্নান সরকার ও জাতীয় দলের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বেশি সময় ক্রিজে থাকতে পারেন নি।

অবশ্য তাদের বিদায়ের পর ব্যাটে ঝড় তোলেন ফয়সাল হোসেন ডিকেন্স ও তুষার ইমরান। ডিকেন্স ১৭ বলে ৩৪ ও তুষার ইমরান ১৬ বলে ৩১ রান করেন। শেষদিকে আব্দুর রাজ্জাকের ১১ বলে ২০ রানের ওপর ভর করে ১২০ রানেরে সংগ্রহ পায় লাল দল।

জবাবে মোহাম্মদ রফিক ও জাভেদ ওমর বেলিমের উদ্বোধনী জুটি শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও জয়ের জয় নিশ্চিত করতে পারেননি। ব্যাট ঝড় তুললেও ১০৯ রানেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। রফিক ৬৬ ও বেলিম ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বাংলাদেশ লাল দল: নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), মোঃ আকরাম খান, কাজী হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, খান আবদুর রাজ্জাক, আব্দুল হান্নান সরকার, ফয়সাল হোসেন ডিকেন্স,ডলার মাহমুদ, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন আহমেদ, তালহা জুবায়ের,আনোয়ার হোসেন মনির, হাসিবুল হোসেন শান্ত ও মোহাম্মদ আলী।

বাংলাদেশ সবুজ দল: মোহাম্মদ রফিক (অধিনায়ক),জাবেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফীস আহমেদ, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট, রাজিন সালেহ, এহসানুল হক সিজান,সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, সজল চৌধুরী,মাহবুবুল আলম রবিন, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল ও এএসএম রকিবুল হাসান।

Exit mobile version