৩৬তম জাতীয় হ্যান্ডবলের দ্বিতীয় দিনের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে রোববার। দিনটিতে ছিল মোট আটটি ম্যাচ এবং সেদিনই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তবে সবকিছুর আড়ালে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বাংলাদেশ পুলিশের খেলোয়াড় তানজিমা আক্তার।
১১ মাস বয়সী ছেলেকে কোলে নিয়েই মাঠে আসেন তিনি। ম্যাচ চলাকালে শিশুটিকে রেখে দেন সতীর্থের কাছে, এরপর খেলেন দলের হয়ে। খেলার প্রতি দায়বদ্ধতা আর মায়ের দায়িত্ব একসঙ্গে সামলানোয় কুমিল্লার এই খেলোয়াড় এখন প্রশংসার কেন্দ্রবিন্দু।
ম্যাচ শেষে যখন অন্য খেলোয়াড়রা ওয়ার্ম আপে ব্যস্ত, তখন তানজিমা দৌড়ে যান সন্তানের কাছে। সতীর্থের কোলে থাকা ছোট্ট তাওহিদুল কবিরকে কোলে তুলে নেন তিনি। মাঠে প্রতিপক্ষের সঙ্গে লড়াই আর মাঠের বাইরে সন্তানের যত্ন—দুটোই একসঙ্গে করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তানজিমা আক্তার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















