২৩ দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হয়েছে ৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। উদ্বোধনী দিনের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ছাড়াও জয় পেয়েছে মাদারীপুর, যশোর ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।
বাংলাদেশ আনসার ও ভিডিপি ৪৫-১৫ গোলে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২১-০৬
গোলে এগিয়ে ছিলো।
মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ২৪-২০ গোলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে। প্রথমার্ধে রাজশাহী ১২-১১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মাদারীপুরের সামনে তারা টিকতেই পারেনি।
যশোর জেলা ক্রীড়া সংস্থা ৪৩-০৯ গোলে হারিয়েছে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা। প্রথমার্ধে যশোর এগিয়ে ছিল ১৭-০৪ গোলে। ফরিদপুর ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ম্যাচটি ২৬-২৬ গোলে ড্র হয়েছে। ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা প্রথমার্ধে এগিয়ে ছিল ১৯-১১ গোলে।
দিনের শেষ ম্যাচে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ৩০-২৪ গোলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে। প্রথমার্ধে ১৬-৯ গোলে এগিয়ে ছিল ময়মনসিংহ।
এবারের প্রতিযোগিতায় দুটি পর্বে অংশ নিচ্ছে ২৩টি দল। প্রথম পর্বে ১১টি দল দুই গ্রুপে অংশ নিবে। দ্বিতীয় পর্বে ১২টি দলও দুই নে
গ্রুপে অংশ নেবে। দুই পর্বের চার গ্রুপ চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলবে। ফাইনাল ৩১ মে ২০২৫।
এবারই প্রথমবারের মতো হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি প্রাইজমানি দেয়া হবে। যেখানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ যথাক্রমে ২৫ ও ১৫ হাজার টাকা করে পাবে। এছাড়া তৃতীয় স্থান দল পাবে ১০ হাজার টাকা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় পাবে ৫ হাজার টাকা।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ মজনু মোল্লাহ, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহাম্মেদ, কোষাধ্যক্ষ খালেদ আনোয়ার, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা ও সাবেক সহ-সভাপতি হাসান উল্লাহ খান রানা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














